Macro Economics | Definition of Macro Economics | Difference Of Macro Economics
সামষ্টিক অর্থনীতি (Macroeconomics)
সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা জাতীয় বা আঞ্চলিক অর্থনীতির সামগ্রিক কর্মদক্ষতা, কাঠামো ও আচরণ নিয়ে আলোচনা করে। এই শাখায় একটি দেশের
সামগ্রিক বিষয় গুলো আলোচনা করা হয়। ১৯৩০ সালে
John Maynard Keynes এই থিওরি আবিষ্কার করেন। সামষ্টিক
অর্থনীতি পুরো একটি দেশের অর্থনীতির
অবস্থা তুলে ধরে। একটি দেশের জিডিপি কেমন, বিনিয়োগ কতটুক।
যেমনঃ জিডিপি, বেকারত্বের হার ও মূল্য সূচক, বেকারত্বের হার ও মূল্য সুচকের মত সামগ্রিক বিষয় এবং জাতীয আয়, উৎপাদন, ভোগ, বেকারত্ব, মুদ্রাষ্ফীতি, সঞ্চয়, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক অর্থব্যবস্থা।
পার্থক্যঃ
ব্যষ্টিক যার
ইংরেজী শব্দ
(Micro) অর্থ ক্ষুদ্র ।
ব্যষ্টিক অর্থনীতি
অর্থনীতির ক্ষুদ্র
ক্ষুদ্র বিষয়াবলী
নিয়ে আলোচনা
করে যেমনঃ ব্যক্তি আয়। |
অপর দিকে
সামষ্টিক যার
ইংরেজী শব্দ
(Macro )অর্থ বৃহৎ। সামষ্টিক অর্থনীতি অর্থনীতির
বৃহৎ তথা
সামগ্রিক বিষয়াবলী
নিয়ে আলোচনা
করে । যেমনঃ
জাতীয় আয় |
ব্যষ্টিক অর্থনীতি
অর্থব্যবস্থার বিভিন্ন
একক তথা
ব্যক্তিগত চাহিদা,ভোগ,বিনিয়োগ,সঞ্চয় ইত্যাদি
নিয়ে আলোচনা
করে। |
সামষ্টিক অর্থনীতি
অর্থনীতির বিভিন্ন
বিষয়াবলীকে পৃথক
পৃথক ভাবে
আলোচনা না
করে সামগ্রিক
ভাবে আলোচনা
করে ।
যেমন জাতীয়
আয় ,মোট
নিয়োগ ,মোট
চাহিদা ,মোট
বিনিয়োগ,মোট
সঞ্চয় ইত্যাদি
। |
ব্যষ্টিক অর্থনীতিতে
আংশিক ভারসাম্য
বিশ্লেষন অধিক
ব্যবহৃত হয়। |
সামষ্টিক
অর্থনীতিতে
সামগ্রিক
ভারসাম্য
বিশ্লেষন
অধিক
ব্যবহৃত
হয়
। |
ব্যষ্টিক অর্থনীতি
ক্ষুদ্র ও
চলক সমূহের
মধ্যে কোন
যোগসূত্র না
থাকায় ভূল
কম । |
অপর
দিকে
সামষ্টিক
অর্থনীতি
বৃহৎ
ও
চলক
সমূহের
মধ্যে
পা্রস্পরিক
যোগসূত্র
থাকায়
তুলনা
মূলক
ভূল
বেশি
হয়
। |
Comments
Post a Comment